ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক জরুরি সভা সোমবার (৪ এপ্রিল) বিকেলে নয়াপল্টনে মহানগর বিএনপি কার্যালয় ভাসানী ভবনে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
সভায় গত রোববার (৩ এপ্রিল) আদালতে একটি মামলায় ঢাকা মহানগর মুগদা এলাকার সাতজন কর্মীকে সাজা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। অবিলম্বে সাজা প্রত্যাহার ও নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়।
সভায় পবিত্র রমজান মাসেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চরম হতাশা ব্যক্ত করে অবিলম্বে দ্রব্যমূল্যের লাগাম টানার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।
সভায় দেশনেত্রী খালেদা জিয়া ও কারাবন্দি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তি দাবি করা হয়।
অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ সিটিতে নির্বাচিত কাউন্সিলররা উপস্থিত ছিলেন বলে জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২২
এমএইচ/আরবি