ঢাকা: বিশ্ব স্বাস্থ্য দিবসে স্বাস্থ্যখাতের অরাজকতা বন্ধের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ন-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, এখন স্বাস্থ্যখাত নিয়ে নানা ধরনের বিড়ম্বনা অরাজকতা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে জাতীয়তবাদী দলের (বিএনপি) উদ্যোগে শোভাযাত্রায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির ওই মুখপাত্র বলেন, স্বাস্থ্যখাতে করোনার সময় শাহেদ, সাবরিনার মত কর্মকাণ্ড ঘটেছে। চিকিৎসা নিতে গিয়ে মানুষ হয়রানির শিকার হয়েছে, চিকিৎসা না পেয়ে অনেকে মৃত্যুবরণ করেছে। সুতরাং আমাদেরকে অবশ্যই সুস্থ স্বাস্থ্যখাত ফিরিয়ে আনতে হবে।
রিজভী বলেন, আজ বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে। জাতীয়তাবাদী দল (বিএনপি) তা পালন করছে। এই দিবসে আমাদের অঙ্গীকার, স্বাস্থ্যখাতের অরাজকতা ধ্বংস হোক।
শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুস, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্র নেতা আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২২
এমএইচ/এএটি