ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনার আমলে শিক্ষা ও শিক্ষিতের হার বেড়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
শেখ হাসিনার আমলে শিক্ষা ও শিক্ষিতের হার বেড়েছে

দিনাজপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশে শিক্ষা ও শিক্ষিতের হার বেড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

শনিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নে ৭৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত চেরাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হুইপ বলেন, গ্রামে আগে ভাল মানের স্কুল ও পড়ালেখার তেমন সুযোগ ছিল না। টাকা দিয়ে বই কিনে লেখাপড়া করতে হতো। উপবৃত্তির ব্যবস্থা ছিল না। তাই অনেক মেধাবী শিক্ষার্থীরাও অর্থের অভাবে লেখাপড়া বন্ধ করে দিত। বর্তমানে প্রধানমন্ত্রী বিনামূল্যে বই দিচ্ছেন। উপবৃত্তির ব্যবস্থা করেছেন। তাই অর্থাভাবে ঝড়ে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার ‘আমার গ্রাম হবে আমার শহর’ সেই লক্ষ্য বাস্তবায়নে তিনি এগিয়ে যাচ্ছেন। প্রত্যন্ত গ্রামের স্কুলগুলোতেও সরকার আধুনিক ভবন নির্মাণ করছেন। কম্পিউটার ল্যাব স্থাপন করছেন। ফলে ছাত্র-ছাত্রীরা তাদের মেধা কাজে লাগিয়ে আইসিটি ক্ষেত্রে অবদান রাখছে। এসব সুযোগ সুবিধার কারণে প্রধানমন্ত্রীর আমলে দেশে শিক্ষা ও শিক্ষিতের হার বেড়েছে।

এর আগে, তিনি ১ কোটি ৩ লাখ ব্যয়ে ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নে দক্ষিণ ঘুঘুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও ১ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নে মুরারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন।

এসময় দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্তুজা আল মুঈদ, সদর উপজেলা ইঞ্জিনিয়ার মো. ফয়সাল, শহর আওয়ামী লীগের সভাপতি মো. রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, ৬ নম্বর আউলিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, ৯ নম্বর আস্করপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া, জেলা পরিষদের সদস্য ফসাল হাবিব সুমন, আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক জাকারিয়া, মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার অফিসার রেজভিন শারমিনাজ ইসলাম ও আওয়ামী লীগের অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।