ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই: নীরব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
এ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই: নীরব

নারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব বলেছেন, রমজান মাসে খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বন্দি আছেন। এ সরকারের আমলে কোনো কিছুই নিরাপদ নয়।

এ সরকারের আমলে মানুষের ভোটের-খাদ্যের নিরাপত্তা নেই, তাই এ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আমরা আন্দোলন-সংগ্রাম করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, যেভাবে শহীদ জিয়ার নেতৃত্বে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম সেভাবেই। গণতন্ত্র ফিরিয়ে এনেই আমরা বাসায় ফিরে যাব।  

বৃহস্পতিবার (২১ এপ্রিল) শহরের চৌরাঙ্গি পার্কে মহানগর যুবদলের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু। সঞ্চালনায় ছিলেন মহানগরের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল।

এতে প্রধান বক্তা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দীন টুকু বলেন, আজকে যে বাংলাদেশে আমরা উপনীত হয়েছি এ বাংলাদেশ কী আমরা চেয়েছিলাম। এ অগণতান্ত্রিক সরকার আমরা চাই না। আমরা চাই হাসিনামুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ। বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে, আমরা রাজপথে ফয়সালার জন্য প্রস্তুত রয়েছি। আগামী দিনে রাজপথে এ সরকারের পতন ঘটানো হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, জাকির হোসেন নান্নু, মজিবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, সহ-সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী, মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ওমর তাহের বাবু, মহসীন হোসেন বিদ্যুৎ।

আরও উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।