ঢাকা: ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। অপরদিকে গোয়েন লুইসের সঙ্গে ছিলেন জাতি সংঘের প্রতিনিধি রেবেকা ভিকে।
দুপুর ২টা থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকে কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা বিএনপির পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে, ধারণা করা হচ্ছে দেশের মানবাধিকার পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, বৈঠকে হয়েছে। তবে কী কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু জানি না।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
এমএইচ/এমএমজেড