ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিএনপি মিথ্যাবাদীর দল: শাহজাহান খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
বিএনপি মিথ্যাবাদীর দল: শাহজাহান খান

লক্ষ্মীপুর: বিএনপি মিথ্যাবাদীর দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মো. শাহজাহান খান।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নয়, বিএনপি মুক্তিযুদ্ধের দল।

মিথ্যাচারের একটা সীমা আছে। যখন মুক্তিযুদ্ধ হয়, তখন বিএনপির জন্মই হয়নি। বিএনপি মিথ্যাবাদীর দল। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে। সংকটময় পরিস্থিতি মোকাবিলা করে আওয়ামী লীগ টিকে আছে। এর শিকড় অনেক গভীরে, ইচ্ছা করলেই উপড়ে ফেলা যাবে না।

নির্বাচনের মধ্য দিয়ে এ সরকার ক্ষমতায় এসেছে। আবার জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। বাংলার জনগণ যদি উন্নয়ন চায়, স্বাধীনতা বিরোধীদের বিচার চায়, বিশ্বের দরবারে উন্নত রাষ্ট্র হিসেবে দেশকে দেখতে চায়, তাহলে আগামী নির্বাচনেও জনগণ নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনবে। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র সব মুজিব সৈনিকদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে, যোগ করেন তিনি।

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শহরের বালিকা বিদ্যা নিকেতন স্কুল মাঠে এ সংবর্ধনার আয়োজন করে সদর থানা, পৌর ও সরকারি কলেজ ছাত্রলীগ।

বিএনপি ও জামায়াতের কঠোর সমালোচনা করে শাহজাহান খান বলেন, আমরা বানরের হাতে কলা ভাগ করতে দেব না। বাংলাদেশের জনগণও তা দেবে না। তাদের (বিএনপি-জামায়াত) মনের ব্যথা, মনের জ্বালা- কেন ক্ষমতায় যেতে পারবে না। এখন 'ট্যাগ ব্যাগ বাংলাদেশ' স্লোগান দিয়েছে। 'ট্যাগ ব্যাগ বাংলাদেশ' মানে বাংলাদেশকে ওদের (বিএনপি-জামায়াত) হাতে ফিরিয়ে দাও। আমরা কি বানরের হাতে কলা ভাগ করতে দেব? না, তা দেব না।  

সদর থানা ছাত্রলীগের সভাপতি তারেক মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রকি. সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়াসহ অনেকে।  


বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।