ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

সমমনা ৭ দলের সঙ্গে বিএনপির বৈঠক

সিনিয়র করেসপণ্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জুন ২৫, ২০১০

ঢাকা: সমমনা সাত দলের নেতাদের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় বৈঠক করেছে প্রধান বিরোধীদল বিএনপি।

সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়াপারসনের কার্যালয়ে এ বৈঠকটি হয়।



বৈঠকে ২৭ জুনের হরতাল সফল করার বিভিন্ন কৌশল, হরতালে বাধা দিলে করণীয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া দেশে চলমান রাজনৈতিক অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা, বিরোধীদলের ওপর সরকারের দলন-পীড়ন নিয়েও আলোচনা হয়। তবে ২৭ জুনের হরতালই আলোচনায় প্রাধান্য পায়।

বিএনপির পক্ষে ড. খন্দকার মোশাররফ হোসেন, জয়নাল আবদীন ফারুক, জাতীয় গণতন্ত্রী পার্টির  (জাগপা) শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) শেখ শওকত হোসেন নিলু, ন্যাপ ভাসানীর শেখ আনোয়ারুল হক, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গনি, মুসলীম লীগের আইনুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান নিজ নিজ দলের প্রতিনিধিত্ব করেন।

বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, “৪৫ মিনিট স্থায়ী এ আলোচনা সভায় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধ আন্দোলনের পক্ষে সবাই মত দিয়েছেন। ”

বাংলাদেশ স্থানীয় সময় ২১০৮ ঘণ্টা, জুন ২৫, ২০১০
এমএম/এজেড/কেএল/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ