ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

রাজনীতি

সরকারের ‌‘লাল বাতি’ জ্বলে উঠেছে: রব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
সরকারের ‌‘লাল বাতি’ জ্বলে উঠেছে: রব যৌথ সভায় আ স ম আবদুর রবসহ অন্যরা।

ঢাকা: মুদ্রাস্ফীতি, অস্বাভাবিক উচ্চমূল্য, খাদ্য ও  বিদ্যুৎ সংকট মোকাবিলায় ব্যর্থ সরকারের ‘লাল বাতি’ জ্বলে উঠেছে। এই সরকারের বিদায় ছাড়া বিদ্যমান সংকট নিরসনে আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

বুধবার (২৬ অক্টোবর) জেএসডির কেন্দ্রীয় সম্মেলন ২২ ও সুবর্ণজয়ন্তী উৎসব কমিটির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দলের কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের রাজারবাগের বাসভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক তানিয়া রব।

তিনি বলেন, আবহাওয়া অধিদপ্তরের মতো সম্ভাব্য ‘দুর্ভিক্ষের’ ভয়ঙ্কর পূর্বাভাস দিয়ে জনগণকে ভীতসন্ত্রস্ত করা সরকারের দায়িত্বের মাঝে পড়ে না। সরকারের কাজ হচ্ছে সম্ভাব্য দুর্ভিক্ষ মোকাবিলায় দ্রুত আগাম ব্যবস্থা করে জনগণকে স্বস্তি দেওয়া। সামনে দুর্ভিক্ষ আসতে পারে এবং জ্বালানি তেলের বিকল্প ভেন্নার তেল ব্যবহারের অপ্রয়োজনীয় ও বাতুল পরামর্শসহ বিপৎজ্জনক সতর্কবার্তা উচ্চারণ করে সরকার নিজ ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে। উন্নয়নের মুখোশ নগ্ন হয়ে পড়ায় ক্ষমতা হারানোর ভয়ে আগাম সর্তকতা দিয়ে সরকার আত্মরক্ষার নিম্নমানের কৌশলে লিপ্ত হয়েছে।

রব বলেন, গত কয়েক বছর ধরে নজিরবিহীন অর্থনৈতিক উন্নয়নের গাল-গল্প দিয়ে দেশের মানুষকে সরকার দুর্দশার গভীরে ডুবিয়ে দিয়েছে। প্রতিদিন মানুষের জীবনযাত্রার মান নিম্নতর হচ্ছে। আর্থিক দুরবস্থা সর্বত্র সংক্রমিত হওয়ায় দেশের সাধারণ মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে।

সভায় আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধ মোহাম্মদ সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বীর মুক্তিযোদ্ধা এস এম আনোয়ার হোসেন, অ্যাডভোকেট কে এম জাবির, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, কামাল উদ্দিন পাটোয়ারী, এস এম আনসার উদ্দিন, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, মোশারফ হোসেন মন্টু, আব্দুল্লাহ আল তারেক, এস এম সামছুল আলম নিক্সন, এম এ ইউসুফ, আব্দুল কাইয়ুম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, কামাল উদ্দিন মজুমদার সাজু, আবদুল মান্নান, আনিসা রত্না, ফারজানা দিবা, কামরুল আহসান অপু, মোহাম্মদ মোস্তাক, নাসির উদ্দিন স্বপন, আবুল কালাম, রুবেল হোসেন সরকার, তৌফিক উজ জামান পিরাছা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।