ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

হরতালের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা শক্ত হাতে দমন করা হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, জুন ২৬, ২০১০

ঢাকা: সংসদে না এসে রাজপথে জ্বালাও-পোড়াও করে দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে সরকার তা শক্ত হাতে দমন করবে বলে বিরোধীদলকে হুঁশিয়ার করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।

আজ শনিবার সকালে সেগুন বাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন্ত্রণ অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের এক অনুষ্ঠানে স্বরাষ্টমন্ত্রী একথা বলেন।



তিনি আগামীকাল রোববার বিএনপির ডাকা হরতালের সমালোচনা করে বলেন, ‘আন্দোলনের নামে বিরোধীদলের চালানো জ্বালাও-পোড়াও ও ধ্বংসাত্মক কাজ সহ্য করা হবে না। ’

তিনি বলেন, জনগণের জান-মাল রক্ষার স্বার্থে সরকার কোনও আপোষ করবে না।

বিরোধীদলের উদ্দেশ্যে হরতাল প্রত্যাহার করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাজপথে না থেকে সংসদে এসে কথা বলুন। ’

বাংলাদেশ সময় ১২৫৮ ঘণ্টা, জুন ২০১০
এমএইচকিউ/একে/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ