ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

হরতাল ব্যাহত করতে বিএনপি’র নেতা-কর্মীদের আটক করা হচ্ছে- খোন্দকার দেলোয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৪ ঘণ্টা, জুন ২৬, ২০১০

ঢাকা: বিএনপির নেতাকর্মীরা হরতালে যাতে না আসতে পারে সে জন্য পুলিশ বিভিন্ন এলাকায় ব্যারিকেট তৈরি ও বাড়িতে বাড়িতে তল্লাসী চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। এরই মধ্যে কয়েক শ’ নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।



আজ শনিবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় হরতাল সফল করতে গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় সাংবাদিকদের সঙ্গে ্আলাপকালে বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন।

খোন্দকার দেলোয়ার বলেন, আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করতে চাই। কিন্তু হরতাল বাধাগ্রস্ত করতে এরইমধ্যে সারাদেশে অভিযান চালিয়ে বিএনপির কয়েক শ’ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সরকারের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, সরকারি কোনো কর্মকর্তা এবং পুলিশপ্রশাসন হরতালে বাধা দিলে এর দায়দায়িত্ব তাদের নিতে হবে।

বাংলাদেশ সময় ১৪৩০ ঘণ্টা ২৬ জুন ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ