ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

রাজনীতি

দেশের মানুষ খাঁচায় বন্দি হয়ে আছে: জিএম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
দেশের মানুষ খাঁচায় বন্দি হয়ে আছে: জিএম কাদের -ছবি সংগৃহীত

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও র্সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, দেশের মানুষ যেন খাঁচায় বন্দি হয়ে আছে। তাদের মুক্তির জন্য দেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে জাতীয় যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয় যুব সংহতি এ আলোচনা সভার আয়োজন করে।  

সাংবাদিকদের  প্রশ্নের জবাবে তিনি বলেন, স্পিকারের আশ্বাসে সংসদে ফিরেছে জাতীয় পার্টি। বিরোধীদলীয় নেতা নির্বাচনের বিষয়ে স্পিকার সময় চেয়েছেন। সমাধান না হলে আমাদের হাতে বিকল্প অপশন আছে। দলে বিভক্তি সৃষ্টির জন্য ষড়যন্ত্র শুরু হয়েছিল, জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে।

তিনি আরও বলেন, সোনার খাঁচায় বন্দি একটি পাখি কখনোই সুখি হতে পারে না। ঠিক তেমনি অধিকার ছাড়া কোনো দেশের মানুষ ভালো থাকতে পারে না। বর্তমানে দেশের মানুষের কোনো অধিকার নেই। দেশে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। দেশের মানুষ চায়, তারা ভোট দিয়ে ইচ্ছেমত ব্যক্তিকে ক্ষমতায় বসাবেন। আবার, অপছন্দ হলে তাকে ভোটাধিকার প্রয়োগ করে ক্ষমতা থেকে সরিয়ে দেবেন।

জাপা চেয়ারম্যান বলেন, মানুষের ভোটাধিকার অকার্যকর করা হয়েছে। মানুষ প্রতিবাদ করতে পারছে না, বিক্ষোভ করতে পারছে না। দেশের গণমাধ্যমও অকার্যকর হয়ে যাচ্ছে। ইচ্ছে করলেই সঠিক তথ্য প্রকাশ করতে পারছে না। সাধারণ মানুষ হচ্ছেন দেশের মালিক। তাদের মালিকানা ছিনতাই হয়ে গেছে। দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে।

তিনি বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দেশের যুব সমাজকে সংগ্রাম করতে হবে। এজন্য যুব সমাজকেই প্রস্তুতি নিতে হবে।   এদেশ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। এদেশ আমাদের, এদেশের মালিক সাধারণ মানুষ। দেশের সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
 
এ সময় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেন, দেশে ৫ কোটি বেকার দুর্বিষহ জীবন যাপন করছে। তাদের নিয়ে সরকারের কোনো ভাবনা নেই। সরকারি দলের লোকেরা বেহেস্তে আছেন, তারা বেকারদের কষ্ট বোঝেন না। ব্যবসা, বিদ্যুৎ ও বিদুতের নামে ক্যাপাসিটি চার্জ দেখিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে।

সভায় আরও বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, নাজমা আখতার এমপি। যুব নেতাদের মধ্যে বক্তব্য রাখেন মো. হেলাল উদ্দিন, দ্বীন ইসলাম শেখ, শেখ সারোয়ার, শফিকুল ইসলাম দুলাল, নেওয়াজ আলী ভূঁইয়া, অ্যাড. মাঈন উদ্দিন মাইনু, আবু নাসের বাদল, মো. সাহীদ আলম, মো. জিয়াউর রহমান বিপুল, কাজী শাহীন আলীম, মো. নজরুল ইসলাম, শাহীন আলীম, আরিফুল রুবেল, মো. আলমগীর হোসেন, মো. ফরিদ আলম, খন্দকার নজরুল ইসলাম, শরিফুর ইসলাম শরীফ, জি এম শহীদ, মো. জাকির হোসেন, মো. রফিকুল ইসলাম রফিক, শাহজাহান মাতবর, মর্তুজা আহমেদ চৌধুরী, শাহ আনোয়ারুল অনু, মেহেদী হাসান জাকির, হাসান সারোয়ার সুজন, সালাম উদ্দিন বাচ্চু, ইউসুফ আলী লস্কর, শরিফুল ইসলাম বাধন, মো. আশরাফুল আলম।

জাতীয় যুব সংহতির আহ্বায়ক ও জাপার ভাইস চেয়ারম্যান এইচএম শাহরিয়ার আসিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভা পরিচালনা করেন জাতীয় যুব সংহতির সদস্য সচিব ও জাপার ক্রীড়া বিষয়ক সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।