ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

স্বেচ্ছাসেবক দল নেতা তানু হত্যা: মূলহোতা ফরিদসহ গ্রেপ্তার ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
স্বেচ্ছাসেবক দল নেতা তানু হত্যা: মূলহোতা ফরিদসহ গ্রেপ্তার ৯

বাগেরহাট: বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম তানু ভুইয়া হত্যাকাণ্ডের মূলহোতা ফরিদসহ (২৯) নয়জনকে আটক করেছে পুলিশ।  

শনিবার (১২ নভেম্বর) রাতে তাদের আটক করা হয়।

এসময় তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে নয়টি অস্ত্র উদ্ধার করে পুলিশ।  

শনিবার রাতেই নিহতের স্ত্রী কানিজ ফাতেমা বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের বিষয়ে রোববার (১৩ নভেম্বর) বেলা পৌনে ১২টায় বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে বাগেরহাট শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড়ে ফরিদ নামে এক যুবকের গুলিতে নিহত হন নুরে আলম তানু ভুইয়া। নিহত নুরে আলম তানু ভুইয়া বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার মৃত আব্দুর রউফ ভুইয়ার ছেলে। তিনি বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।  

শনিবার দুপুরে নামাজে জানাজা শেষে সরুই কবরস্থানে দাফন করা হয় তাকে।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।