ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

বরিশালে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, নভেম্বর ১৩, ২০২২
বরিশালে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ

বরিশাল: বরিশালে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোবাবর (১৩ নভেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরের সদর রোডের অনামীলেন থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল বের হয়।

মিছিলটি সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ের সামনে জেলা স্বেচ্ছসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে এবং আল-আমিনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি জাহিদুর রহমান পান্না, আনোয়ার হোসেন টিটু, যুগ্ম সম্পাদক নিজামুর রহমান নিজাম, মিজানুর রহমান বাপ্পি ও কামরুল হাসান সোহাগসহ অন্যরা।

একই দিন দুপুরে দলীয় কার্যালয়ের সামনে মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মহানগর সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, যুগ্ম সম্পাদক খান মো. আনোয়ার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।