ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

রাজনীতি

বরিশালে বিএনপির পৃথক বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
বরিশালে বিএনপির পৃথক বিক্ষোভ সমাবেশ

বরিশাল: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. নয়ন মিয়া নিহতের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে বরিশাল নগরে দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

 

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, মহানগর মহিলা দলের সম্পাদিকা পাপিয়া পারভিন, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক মো. ফয়েজ আহমেদ খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমাউন কবির।

মহানগর বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কে এম শহিদুল্লাহ, সদস্য আ ন ম সাইফুল আহসান আজিমসহ প্রমুখ।

সমাবেশ শেষে নগরে বিক্ষোভ মিছিল করে বিএনপি নেতাকর্মীরা।

অপরদিকে বেলা সাড়ে ১১টায় নগরের সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন,বরিশাল জেলা কৃষকদলের আহ্বায়ক এইচ এম মহসিন, জেলা স্বেচ্ছাসেবক
দলের সভাপতি জে এম আমিনুল ইসলাম লিপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তছলিম উদ্দিন ও জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল হক মিঠু।

এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি চালিয়ে নয়নকে হত্যা করেছে। এর আগে আরও পাঁচ নেতাকে হত্যা করলেও বিচার করেনি সরকার। তাই অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। নয়তো কঠোর আন্দোলনের মাধ্যমে জনগণের সব দাবি আদায় করা হবে।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন,সদস্য মন্টু খান, জিয়াউল হাসান সাবু, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসির হাওলাদার, জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু প্রমুখ।

সমাবেশ শেষে নগরে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
এসএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।