ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুতে দাম বাড়ানোর সিন্ধান্ত প্রত্যাহারের দাবী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৪
বিদ্যুতে দাম বাড়ানোর সিন্ধান্ত প্রত্যাহারের দাবী

ঢাকা: বিদ্যুতে দাম বাড়ানোর সিন্ধান্ত প্রত্যাহারের দাবী জানিযেছেন বাংলাদেশ কমিউনিস্ট পাটি (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড খালিকুজ্জামান।

সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবী জানান।



খালিকুজ্জামান বলেন, সরকার গণদুর্ভোগ বাড়িয়ে মুষ্ঠিমেয় লোকের ভাগ্য গড়ার চেষ্টা করছেন্। বর্তমান সরকারের থাকা কিছু লোক কুইক রেন্ট্রালের নামে কুইক অথ হাতিয়ে নিচ্ছেন।

বিদ্যুতের দাম বাড়ানোর সিন্ধান্ত প্রত্যাহার করা না হলে প্রত্যক থানায় থানায় দুর্বর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ার করেন তিনি।

তিনি বলেন, বিদ্যুতের দাম বাড়লে কৃষকের উৎপাদন খরচ বাড়বে। পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন খরচ বেড়ে যাবে। এর ফলে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে এ খাতগুলো।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ০৩ মাচ, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।