ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

রূপকল্প-২০২১ বাস্তবায়নে বিদ্যুৎ সেক্টরের অবদান অপরিসীম ‪

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
রূপকল্প-২০২১ বাস্তবায়নে বিদ্যুৎ সেক্টরের অবদান অপরিসীম ‪ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈশ্বরদী (পাবনা): ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, দেশের রূপকল্প-২০২১ বাস্তবায়নে বিদ্যুৎ সেক্টর অপরিসীম অবদান রাখছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজে বিশ্বাসী।

বাংলাদেশ এখন বিদ্যুত ক্ষেত্রে স্বনির্ভর। জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ১৩ হাজার ২৬৫ মেগাওয়াট বিদ্যুৎ।

চলতি বছরে ৩০ হাজার কিলোমিটার বিদ্যুৎ লাইন টানাসহ ৩০ লাখ গ্রাহককে বিদ্যুৎ সেবার আওতায় আনা হবে বলেও জানান মন্ত্রী।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে পাবনার আটঘরিয়ার লক্ষ্মীপুর ইউনিয়নের কৈজুরি ও জয়কৃষ্ণপুর গ্রামে সাড়ে তিন কিলোমিটার বিদ্যুৎ লাইন টানার কাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সেবার মনোভাব নিয়ে সংশ্লিষ্টদের কাজ করার আহ্বান জানিয়ে
মন্ত্রী বলেন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে।

এছাড়া দালাল ও দুর্নীতিবাজদের প্রতিরোধ করে দুর্নীতিমুক্ত সমাজ গড়ারও আহ্বান জানান তিনি।

এর আগে আটঘরিয়ার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।

এতে সভাপতিত্ব করেন আটঘরিয়া বিদ্যুৎ সমিতি এলাকার পরিচালক ইয়াকুব আলী। এসময় অনেকের মধ্যে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম প্রকৌশলী আবদুল মতিন, এজিএম (এমএস) জরিপ হোসেন, আবাসিক প্রকৌশলী সাইফুর রশীদ খান, আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীমুন রাজীব, এএসপি. মমিনুল করিম, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম রতন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল হক পুনো ও আশরাফ-উজ-জামান খান বক্তব্য রাখেন।

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম প্রকৌশলী আবদুল মতিন বাংলানিউজকে জানান, আটঘরিয়ার কৈজুরি ও জয়কৃষ্ণপুর গ্রামের ১৫০ জন গ্রাহক পল্লী বিদ্যুৎ সমিতির অর্থায়নে নতুন বিদ্যুৎ লাইন সংযোগ পেলেন। এতে ব্যয় হয়েছে ৫৭ লাখ টাকা। এনিয়ে আটঘরিয়া উপজেলায় এ সরকারের আমলে পাঁচ হাজার ৫৩৭ জন গ্রাহক (১২৫ কিলোমিটার) বিদ্যুৎ সংযোগ পেলেন।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।