ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

অবৈধ গ্যাস সংযোগে কাফরুলে অগ্নিকাণ্ড: তিতাস

বিদ্যুৎ/জ্বালানি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
অবৈধ গ্যাস সংযোগে কাফরুলে অগ্নিকাণ্ড: তিতাস

ঢাকা: অবৈধ গ্যাস সংযোগের কারণে রাজধানীর কাফরুল থানার সেনপাড়ায় অগ্নিকাণ্ড ঘটেছে বলে দাবি করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সংস্থাটির ব্যবস্থাপক (জনসংযোগ) গোলাম মোস্তফার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, রোববার ২৭ সেপ্টেম্বর দিনগত রাত ১ টায় কাফরুল থানার ৫৯০, সেনপাড়া, পর্বতা ঠিকানার বাসায় অবৈধ সংযোগ থেকে গ্যাস লিকেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাসার ভাড়াটিয়ার একই পরিবারের ছয়জন দগ্ধ হন।

ঘটনার পরপরই ঘটনাস্থলে যান তিতাস গ্যাসের পরিচালক (অপারেশন্স) এর নেতৃত্বে জরুরি রক্ষণাবেক্ষণ দল। সেখানে গিয়ে অবৈধ সংযোগের বিষয়ে নিশ্চিত হন ওই দলের সদস্যরা।

পরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে দেয় বলেও ওই প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, গ্যাসের অবৈধ সংযোগ রোধ কল্পে বহুমুখী পদক্ষেপ নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এরপরও কিছু দুস্কৃতিকারীর প্ররোচনায় অনেকেই অবৈধ গ্যাস সংযোগ নিয়ে থাকেন।

আর এভাবে ঝুঁকিপূর্ণ সংযোগের কারণে বিভিন্ন সময় নানা ধরনের দুর্ঘটনার মুখোমুখি হতে হয়।

এছাড়া ২০১০ সালের বাংলাদেশ গ্যাস আইন অনুযায়ী, অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়া বা গ্যাস ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

তাই সব ধরনের অবৈধ গ্যাস সংযোগ নেওয়া থেকে বিরত থাকতে গ্রাহকদের অনুরোধ জানিয়েছে তিতাস।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
পিআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।