ফরিদপুর: বতর্মান সরকারের একনিষ্ঠ প্রচেষ্টায় অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী তিন বছরের মধ্যে দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) বাস্তবায়নে ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের মুরারীদাহ্ বাজার থেকে গঙ্গাবর্দী মণ্ডল ব্রিক ফিল্ড পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, চাওয়া মাত্রই বিদ্যুৎ ঘরে পৌঁছে যাবে। শুধু বিদ্যুৎই নয়, আগামী দুই বছরের মধ্যে ফরিদপুর অঞ্চলের প্রতিটি রাস্তা পাকা করা হবে। মানুষ হাঁটার জন্য একটু কাঁচা রাস্তাও পাবেন না।
‘বৃহত্তর ফরিদপুর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২’ এর অধীনে এলজিইডি’র অর্থায়নে ১৩১০ মিটার এ সড়ক নির্মিত হচ্ছে। ৯২ লাখ টাকা ব্যয়ের এ উন্নয়ন কাজ ২০১৬ সালের মধ্যে শেষ হবে।
কৈজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার ইফতেখার হোসেন ইকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলজিইডি’র প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফরিদপুরের পুলিশ সুপার মো. জামিল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রশিদ, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক মোল্যা, সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না হাসান, জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আক্কাস হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন বাবু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
আরকেবি/এএসআর