ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ প্লান্টের ৪৫০ ও ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।
শনিবার (০৭ নভেম্বর) পানির পাইপ লাইনে ছিদ্র হওয়ায় এই দুটি ইউনিট বন্ধ হয়ে যায়।
আশুগঞ্জ বিদ্যুৎ প্লান্ট সূত্র জানায়, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের পানির পাম্পের ভূ-গর্ভস্থ লাইনে লিকেজ হয়ে যায়। এ কারণে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সাউথ ইউনিট এবং ২২৫ মোগওয়াট সিসিপিপি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।
পাওয়ার স্টেশনের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম জানান, পানির লাইনে সমস্যার কারণে ২২৫ মোগাওয়াট ক্ষমতাসম্পন্ন সিসিপিপি ইউনিট প্রথম বন্ধ হয়। এরপর ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সাউথ ইউনিটটিও বন্ধ হয়ে যায়। পানির লাইনের মেরামত কাজ শনিবার দুপুর থেকেই শুরু হয়েছে। ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সাউথ ইউনিটটি দ্রুত চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সিসিপিপি ইউনিটটি চালু করতে ২/৩ দিন সময় লাগবে। পানির লাইন মেরামত কাজ শেষ না হলে ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সিসিপিপি ইউনিটটি চালু করা সম্ভব হবে না।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
আরএ