ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা’র বিরুদ্ধে ফ্রান্সের ২০০ মিডিয়া প্রতিষ্ঠান একযোগে মামলা করেছে। অবৈধভাবে ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও অবৈধ বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে গত মঙ্গলবার (২২ এপ্রিল) এই মামলা করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সাধারণ তথ্য সুরক্ষা আইন (জিডিপিআর) না মেনে ব্যবহারকারীদের কাছ থেকে তথ্য সংগ্রহের সম্মতি নেওয়া হয়। তবে এই সম্মতি নেওয়ার প্রক্রিয়া চলাকালীন মেটা অবৈধভাবে বিজ্ঞাপন দিয়ে গেছে। ফলে এই মিডিয়া সংস্থাগুলো লক্ষাধিক ইউরোর সম্ভাব্য আয় থেকে বঞ্চিত হয়েছে।
ফ্রান্সের আইন সংস্থা ‘দারুয়া ভিয়ে মাইওত ব্রোশিয়ের’ ও যুক্তরাষ্ট্রের ফার্ম ‘স্কট ও স্কট’ এর আইনজীবীরা গণমাধ্যমকে জানিয়েছেন, ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই মেটা বিশাল আকারে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে, যা জিডিপিআর-এর সুস্পষ্ট লঙ্ঘন।
তারা আরও বলেন, এই অবৈধভাবে সংগৃহীত তথ্য কাজে লাগিয়ে মেটা বিজ্ঞাপন বাজারের বড় অংশ দখল করে নিয়েছে।
মামলা করা মিডিয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে — টিএফ১, আরএমসি-বিএফএম, ফ্রান্স টেভিভিশন, রেডিও ফ্রান্স, প্রিজমা, লা ইকোস-লা প্যারিসিয়ান, লা ফিগারো ও চেক মিডিয়া ইনভেস্ট। এ ছাড়াও অনেক আঞ্চলিক দৈনিক ও প্রাইভেট-পাবলিক সম্প্রচারকারী সংস্থা।
লা ফিগারো গ্রুপের সিইও মার্ক ফ্যুয়ে বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখেছিলাম, আর সেই কারণেই আমরা শাস্তি পেলাম। প্রতিযোগিতা হওয়া উচিত মেধা ও ন্যায্যতার ভিত্তিতে। কৌশলে আইনকে পাশ কাটানোর ভিত্তিতে নয়।
ফ্রান্সে এই প্রথম একসঙ্গে এতগুলো প্রিন্ট ও অডিওভিজুয়াল মিডিয়া প্রতিষ্ঠান মিলে কোনো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে।
ধারণা করা হচ্ছে, এই পদক্ষেপের অনুপ্রেরণা এসেছে স্পেন থেকে। ২০২৩ সাল থেকে স্প্যানিশ মিডিয়া গ্রুপ মেটার বিরুদ্ধে ৫৫০ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দাবি করেছে একই ধরনের অভিযোগে। মেটাকে এর আগেও ২০২২ সালে আইরিশ ডেটা প্রটেকশন কমিশন ৪০৫ মিলিয়ন ও ২৬৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছিল শিশুদের তথ্য সুরক্ষা লঙ্ঘনের জন্য।
তবে লা মন্ডে, তেলেরামা, হাফপোস্ট-সহ কিছু বড় মিডিয়া এই মামলায় অংশ নেয়নি। লা মন্ডে গ্রুপের চেয়ারম্যান লুই দ্রেফুস গণমাধ্যমকে বলেন, আমরা এখনই যুক্ত হচ্ছি না, তবে ক্ষতি হলে আমাদের অধিকার রক্ষায় পদক্ষেপ নেব।
সম্প্রতি বিজ্ঞাপন বাজারে অবৈধ আধিপত্যের অভিযোগে অ্যাপলকে ১৫০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ফ্রান্স কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এমজেএফ