ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার, আইডিএফ (সিসিএমআইডিএফ) পরিচালিত মাদরাসা বিভাগের বার্ষিক অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ জুলাই) প্যারিসের উপশহর স্তাঁতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ ও সেন্টারের সভাপতি সিরাজুল ইসলাম সালাউদ্দিন এবং পরিচালনা করেন ইমাম ও মাদরাসার প্রিন্সিপাল প্রফেসর আহমাদুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পাশাপাশি উপস্থিতি ও নৈতিকতা বিবেচনায় বিশেষ পুরস্কার দেওয়া হয়। এছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রায় ৮০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। আলোচনা শেষে পুরস্কার বিতরণ ও হালকা আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে নাফিন বিন হারুন কুরআন তেলাওয়াত করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব মুহাম্মদ জালাল আহমেদ।
শিক্ষার্থীদের মধ্যে কুরআন তেলাওয়াত, হাদিস পাঠ ও ফরাসি ভাষায় অনুবাদ উপস্থাপন করে তাসনুভা উদ্দিন, জাকিয়া নূরুল, সামাসা মুহাম্মদ, মাহি চৌধুরি, জিবরাইল, সামিয়া ইসলাম, আবু তালহা, আদনান উদ্দিন, আনাস ইসলাম ও রাফি লিনা। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাসপূর্ণ পরিবেশনায় উপস্থিত অভিভাবকরা অভিভূত হন।
এছাড়াও বক্তব্য রাখেন মাদরাসা বিভাগের পরিচালক নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক শেখ মোহাম্মদ বেলাল উদ্দিন, হিফজ বিভাগের ইনচার্জ হাফেজ কারী বেলায়েত হোসাইন, মহিলা হিফজ বিভাগের ইনচার্জ হাফিজা প্রফেসর হানান, শিক্ষক শেখ মারওয়ান এবং অভিভাবকদের পক্ষ থেকে ফয়েজ আহমদ, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম ও গারী আল হাসান।
প্রসঙ্গত, বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার দীর্ঘদিন ধরে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোরদের ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষা প্রদান করে আসছে, যা দেশীয় সংস্কৃতি ও ফরাসি সমাজের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ শিক্ষার দৃষ্টান্ত।
আরআইএস