ঢাকা: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার কোলমানগাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় বিকালে অষ্ট্রিয়া আওয়ামী লীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জলিল।
শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মারকগ্রন্থের সম্পাদক ও প্রকাশক, মানবাধিকারকর্মী এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ অষ্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়েজিদ মীর।
সভায় বক্তব্য রাখেন অষ্ট্রিয়া আওয়ামী লীগের সহ সভাপতি আকতার হোসেন, রুহী দাস সাহা, এমরান হোসেন, মিজানুর রহমান শ্যামল, বখতিয়ার রানা, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, আইন বিষয়ক সম্পাদক মাহবুব খান শামীম, সাইফুল ইসলাম, মোহাম্মদ আলী মাতবর, কমল শেখ হালিম, ইমরুল কায়েস মানিক ও কামাল পারভেজ।
জাতির জনকের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও গভীর শোক প্রকাশ করে সভায় এম নজরুল ইসলাম বলেন, আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। কিন্তু তার আদর্শ সদা জীবন্ত। যা বাঙালিদের নিরন্তর জাগ্রত ও উজ্জীবিত রেখেছে।
তিনি বলেন, হত্যাকারীদের কাছে বঙ্গবন্ধু ও তার ঘনিষ্ঠ সহচরদের একমাত্র অপরাধ ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দান করা । তিনি আরো বলেন, যারা বঙ্গবন্ধুকে ছোট করার চেষ্টা করেন, তাদের জানতে হবে, ইতিহাসে বঙ্গবন্ধু অমরতা লাভ করেছেন। তিনি যা তিনি তাই, তার আসন ধূলিমলিন হওয়ার নয়।
দ্বিতীয পর্বে ভিয়েনার বায়তুল মোকাররম মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ আগস্টর সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
এসএস/এএসআর