যথাযথ শ্রদ্ধা ও ভালোবাসায় সুইজারল্যান্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
স্থানীয় সময় রোববার (২৩আগস্ট) দেশটির অলিম্পিক শহর খ্যাত লুজানে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনের রাষ্ট্রদূত এম শামীম আহসান।
সুইজারল্যান্ড বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শ্যামল খানের সভঅপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুইস আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ বেপারী।
পরিষদের সহ-সভাপতি কাজী আসাদের সঞ্চালনায় সভার শুরুতেই জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শোকসভার দ্বিতীয় পর্বে কোরাআন তেলাওয়াত এবং ১৫ই আগস্ট ও ২১শে আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পরিষদের সদস্য সোহেল।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল জাতীয় শোক দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা। এতে বক্তব্য দেন-সুইজারল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুল আলম লিটন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম এগার, সুইজারল্যান্ড বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুর খায়ের মনির, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ রানা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সুইজারল্যান্ডের সভাপতি রহমান খলিলুর, সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, মাইনরিটি কাউন্সিল সভাপতি অরুণ বড়ুয়া, সুইস-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান খান মুরাদ, জেনেভা বাংলাদেশ ক্লাব সভাপতি আমজাদ চৌধুরী, লুজান কল্যাণ পরিষদের সভাপতি মিয়া লিটন প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ ক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান সুমন, নিজাম উদ্দীন, সসীম বড়ুয়া, আহাদ টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও মধ্যাহ্ন ভোজ তদারকি করেন সুইজারল্যান্ড বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক সৈয়দ কামরুজ্জামান রিপন, টিটুসহ পরিষদের অন্যান্য কর্মীরা।
বাংলাদেশ সময়: ০৪৫৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
এমএ/