ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

জার্মানিতে শরণার্থীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
জার্মানিতে শরণার্থীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ডর্টমুন্ড জার্মানি থেকে: জার্মানিতে ৭৯ বছরের বৃদ্ধাকে ইরিথ্রিয়ান এক শরণার্থী ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তিকে আটকের পর জিজ্ঞাসাবাদ করছে দেশটির পুলিশ।

স্থানীয় সময় রোববার (২৪ জুলাই) জার্মানির নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের ইবেনব্যুরেন শহরে এ ঘটনা ঘটে।  

পুলিশের বরাতে জানা যায়, ওই বৃদ্ধাকে একা পেয়ে ধর্ষণ করে ইরিথ্রিয়ান ওই শরনার্থী। এ সময় তার কান্নার শব্দে স্থানীয় একজন পুলিশকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে। পরে তাকে প্রথমে স্থানীয় একটি স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে অভিযুক্ত ধর্ষককে শরনার্থী শিবির থেকে আটক করে পুলিশ।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

আরও জানা যায়, ওই ব্যক্তি শরনার্থী শিবিরে ২০১৩ সাল থেকে অবস্থান করছিলো। আদালতে দোষী প্রমাণিত হলে তার ১৫ বছরের জেল হতে পারে।

এদিকে ন্যক্কারজনক এ ঘটনায় দেশটি জুড়ে সমালোচনার ঝড় উঠেছে।  

চলতি বছরে জার্মানিতে নববর্ষ পালনের সময় একটি ধর্ষণের ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে চলতি বছর দেশটির পার্লামেন্টে ধর্ষণের বিরূদ্ধে কঠোর আইন পাস হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।