ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ইতালিতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
ইতালিতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন ইতালিতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইতালিতে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।

এ উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় দেশটির রাজধানী রোমে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ইকোনোমিক কাউন্সিলর ড. মোহাম্মদ মফিজুর রহমান এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর মো. রফিকুল ইসলাম।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন দ্বিতীয় সচিব ইরিন ইসলাম জুলি।

সভায় ইতালিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. সোবহান সিকদার বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরে আলোচনা করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা কে এম লোকমান হোসেন, জি এম কিবরিয়া, আলী আহাম্মেদ ঢালী, হাসান ইকবাল, হাবিব চৌধুরী, জাহাঙ্গীর ফরাজী, জসিম উদ্দিন, রউফ ফকির, আতিয়ার রসুল কিটন, সোয়েব দেওয়ান, আবু তাহের প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু-কিশোরসহ স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
ওএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।