ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

শেখ হাসিনাকে স্বাগত জানাতে ভিয়েনায় প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, মে ২২, ২০১৭
শেখ হাসিনাকে স্বাগত জানাতে ভিয়েনায় প্রস্তুতি সভা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার অস্ট্রিয়া সফরকে সামনে রেখে দেশটির রাজধানী ভিয়েনায় ব্যাপক প্রস্তুতি নিচ্ছে স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। 

রোববার (২১ মে) প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোসহ বিভিন্ন বিষয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ভিয়েনায়।

এতে অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল কবির, অস্ট্রিয়া যুবলীগের আহ্বায়ক ইয়াসীম মিয়া বাবু, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া শাখার কমান্ডার বায়জিদ মীর প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ছাড়াও বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এসময় ব্যাপক আনুষ্ঠানিকতার মাধ্যমে শেখ হাসিনাকে ভিয়েনায় বরণ করে নেওয়অর কর্মসূচির সিদ্ধান্ত হয়।  

দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য অবদান ও কৃতিত্ব আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরারও সিদ্ধান্ত হয় সভায়।   

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভিয়েনায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে
আগামী ২৯ মে দু’দিনের সফরে অস্ট্রিয়া যাবেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৮১২১ ঘণ্টা, মে ২২, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।