ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

আগাম বন্যার ভয়ে হবিগঞ্জে বোরো ধানের বীজতলা তৈরি শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
আগাম বন্যার ভয়ে হবিগঞ্জে বোরো ধানের বীজতলা তৈরি শুরু আগাম বন্যার ভয়ে হবিগঞ্জে বোরো ধানের বীজতলা তৈরি শুরু

হবিগঞ্জ: আগাম বন্যার ভয়ে আমন কাটার সঙ্গে সঙ্গেই বোরো চাষের জন্য প্রায় এক মাস আগেই বীজতলা তৈরি শুরু করেছেন হবিগঞ্জের কৃষকরা। গেল মৌসুমের ক্ষতি কাটিয়ে উঠতে বুকে আশা নিয়ে কুয়াশা ভেজা সকালে বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পাড় করছেন তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, এবার হবিগঞ্জ জেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৭৪০ হেক্টর। গেল বছর আগাম বন্যায় ব্যাপক ক্ষতি হওয়াতে মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী অন্যান্য বছরের তুলনায় এবার এক মাস আগেই বোরো ধানের বীজ বোনার কাজ চলছে।

ফসলের চাষ লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরাঞ্চলসহ পিরিজপুর গ্রামের হাওরে সরেজমিনে দেখা যায়, একদিকে আমন ধান কাটছেন একদল শ্রমিক। অন্যদিকে বোরো চাষের বীজতলা তৈরির কাজে ব্যস্ত আছেন অন্য আরেক দল শ্রমিক। মূলত আগের ক্ষতি কাটিয়ে উঠতে তারা চাপ নিয়ে কাজ করছেন। আগাম বন্যার ভয়ে হবিগঞ্জে বোরো ধানের বীজতলা তৈরি শুরুবানিয়াচংয় উপজেলার কৃষক মো. মখলিছ মিয়া বাংলানিউজকে বলেন, আমন ধান কাটার পাশাপাশি আমরা বোরো মৌসুমের বীজ বোনার কাজ চালিয়ে যাচ্ছি। এবার আশা করছি অন্যান্য বছরের তুলনায় আগেই চাষের কাজ শেষ হবে।

উপজেলার মখা গ্রামের স্বজল দাস বাংলানিউজকে বলেন, আমাদের বীজতলা তৈরির কাজ প্রায় শেষ। হাওরের নিচু জমিগুলোতে কিছুদিনের মধ্যেই ধান রোপন করব। যাতে আগাম বন্যা হলেও, এর আগেই ফসল ঘরে উঠানো যায়।

হবিগঞ্জের উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান বাংলানিউজকে বলেন, আগাম বন্যার আশঙ্কায় এবার অন্যান্য বছরের তুলনায় অনেক আগে বোরোর বীজ বোনার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী বীজতলা তৈরির কাজ প্রায় ৮০ শতাংশ শেষ হয়ে গেছে। এছাড়া চারা রোপনের সময় সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করার জন্য কৃষি অফিস থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।