ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

কৃষি

নাসিরনগরে হাওরের ৫০ বিঘা জমির ধান পানির নিচে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
নাসিরনগরে হাওরের ৫০ বিঘা জমির ধান পানির নিচে 

ব্রাহ্মণবাড়িয়া: নদ-নদীর পানি বাড়ায় হাওর বেষ্টিত অঞ্চল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধানি জমি ডুবতে শুরু করেছে।  

পানিতে এ পর্যন্ত প্রায় ৫০ বিঘা ধানি জমি তলিয়ে গেছে।

অকাল বন্যায় ফসল হারানোর ভয়ে কৃষকরা এখন আধাপাকা বোরো ধান কাটতে শুরু করেছেন।

কৃষি অফিসের দেওয়া তথ্য মতে, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জের নদ-নদীতে পানি বাড়ায় নাসিরনগরের বিভিন্ন হাওর ও নদীতে পানি বেড়ে যায়। উপজেলার নাসিরপুর ও গোয়ালনগরে নদীর তীর ঘেঁষা নিচু জমিতে লাগনো ধান পানিতে তলিয়ে গেছে। সব মিলিয়ে প্রায় ৫০ বিঘা জমির ধান নষ্ট হয়েছে পানিতে।

নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ তারেক জানান, নদীর তীরবর্তী নিচু জমিগুলো পানিতে তলিয়ে যাওয়ায় ধান নষ্ট হয়েছে। উঁচু জমিগুলোতে পানি আসেনি। তবে পানি কমতে শুরু করেছে।  

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।