‘হানড্রেড পোয়েটস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর লাভ’, এটি শুধু একটি কবিতা সংকলন নয়, বরং বিশ্বের নানা দেশের ১০০ কবির ভালোবাসার বন্ধন। দীর্ঘদিনের পরিকল্পনা আর বিভিন্ন ভাষার অসংখ্য কবির সঙ্গে অনলাইন আড্ডার পর ১০০ কবির কবিতা নিয়ে প্রকাশ করা হচ্ছে এই সংকলন।
সোমবার (৯ জানুয়ারি) এ সংকলনের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের গ্রন্থবিপণী বাতঘরে।
এদিন বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে দেশের বরেণ্য লেখকরা উপস্থিত থাকবেন।
সংকলনটি সম্পাদনা করেছেন ‘গ্রন্থী’ সম্পাদক কবি শামীম শাহান।
ব্রিটেনের দক্ষিণ এশীয় সাহিত্য, দর্শন এবং সমাজতত্ত্বের ছোটকাগজ গ্রন্থীর ফেসবুক লাইভ সিরিজ ‘হানড্রেড পোয়েটস্ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর লাভ’ শীর্ষক আয়োজন শুরু হয় গত বছরের ২৭ জুন। কুড়ি পর্বের এই সিরিজে সারা বিশ্বের ২৫টিরও বেশি দেশ থেকে খ্যাতনামা কবিরা অংশ নেন। ব্রিটেনে ভারতীয় মার্গ সঙ্গীতের শীর্ষ সংস্থা সৌধ ও বাংলা লোকগানের সংগঠন রাধারমণ সোসাইটির সার্বিক সহযোগিতায় সূচিত হয় এই অভিনব উদ্যোগ।
৯০ এর দশকে বাংলাদেশ থেকে গ্রন্থীর যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে শুভানুধ্যায়ী ও কবিতাপ্রেমীদের উপস্থিত থাকার জন্য আয়োজকেরা অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
নিউজ ডেস্ক