সাহিত্য অকাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার গুরুতর অসুস্থ।
তার ফুসফুস ও শ্বাসনালীতে সংক্রমণ ধরা পড়েছে।
জানা গেছে, শ্বাসনালীতে মারাত্মক সংক্রমণ রয়েছে সমরেশ মজুমদারের। গত এক যুগ ধরেই ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজের (সিওপিডি) সমস্যা রয়েছে তার।
শনিবার সন্ধ্যায় সমরেশ মজুমদারের বড় মেয়ে দোয়েল মজুমদার সংবাদমাধ্যমকে জানান, ‘গত দুইদিন কেবিনেই রাখা হয়েছিল বাবাকে। কিন্তু আজ বিকেলে তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউতে) স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকরা বলেছেন, আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হবে। '
দুই বাংলায় জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদার। তার বয়স এখন ৭৯। তার অসুস্থতার খবরে পাঠক ও ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তার আরোগ্য কামনা করেছেন।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
নিউজ ডেস্ক