ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

সালথায় সাহিত্য আড্ডায় কবি-শিল্পীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
সালথায় সাহিত্য আড্ডায় কবি-শিল্পীরা

ফরিদপুর: ফরিদপুরের সালথায় সাহিত্য আড্ডায় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় দারুণ এক সন্ধ্যা কাটলো সংগীত প্রেমীদের। এ সময় স্থানীয় কবি ও শিল্পীরা কবিতা, গানসহ নানা পরিবেশনা করেন।

 

রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সালথা উপজেলা শিল্পকলা একাডেমিতে এ সাহিত্য আড্ডার আয়োজন করা হয়। সালথা উপজেলা শিল্পকলা একাডেমি এ আড্ডার উদ্যোগ নেয়।

সাহিত্য আড্ডায় স্থানীয় লেখক, কবি ও শিল্পীদের পরিচিতি ও সংক্ষিপ্ত আলোচনা সভা, স্ব-রচিত কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠানে মনোমুগ্ধকর হয়ে ওঠে শিল্পকলা একাডেমি মিলনায়তন।  

এ সাহিত্য আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেন শাহিন।  

আরও উপস্থিত ছিলেন- নাট্যকার আনিসুজ্জামান, কবি ফারজানা মুন্নী, সালথা মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আ. কাদের মিয়া, বাউল শিল্পী বাবু বলরাম সরকার, স্থানীয় সাংবাদিক আবু নাসের হুসাইন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।