ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

প্রকাশ হলো কাদের পলাশের বই ‘চাঁদপুরের সংস্কৃতি লোককথা ও অন্যান্য’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
প্রকাশ হলো কাদের পলাশের বই ‘চাঁদপুরের সংস্কৃতি লোককথা ও অন্যান্য’

চাঁদপুর: প্রকাশ হলো তরুণ কবি, লেখক ও সাংবাদিক কাদের পলাশের গবেষণালব্ধ বই ‘চাঁদপুরের সংস্কৃতি লোককথা ও অন্যান্য’। এটি কাদের পলাশের নবম বই।

 

বইটি দেশের অন্যতম প্রকাশনা প্রতিষ্ঠান ‘অনুপ্রাণন তরুণ পাণ্ডুলিপি পুরস্কার-২০২৪’ প্রতিযোগিতায় প্রবন্ধ শাখায় নির্বাচিত হয়। গেল ৪ জানুয়ারি ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রের হল রুমে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ ও বই আলোচনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে ‘চাঁদপুরের সংস্কৃতি লোককথা ও অন্যান্য’ বইটিকে চাঁদপুরের জন্য একটি আকর গ্রন্থ বলে আখ্যা দিয়েছেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক স্বকৃত নোমান। তিনি বলেন, চাঁদপুরের সংস্কৃতি সম্পর্কে জানতে বইটি খুবই গুরুত্বপূর্ণ। আঞ্চলিক সংস্কৃতি সম্পর্কে জানতে তরুণ গবেষকদের জন্য এটি সহায়ক ভূমিকা পালন করবে।

লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান বলেন, আঞ্চলিক সাংস্কৃতিক পরিমণ্ডল নিয়ে প্রতিবছর বাংলাদেশে হাতেগোনা কিছু কাজ হয়। সম্প্রতি ঐতিহ্য-সন্ধানী লেখক কাদের পলাশ লিখেছেন গবেষণাগ্রন্থ চাঁদপুরের সংস্কৃতি লোককথা ও অন্যান্য। তথ্য সংগ্রহের জন্যে চাঁদপুরের বহু গ্রাম তাকে পরিভ্রমণ করতে হয়েছে। বিশেষত প্রান্তিক মানুষ, প্রবীণ ব্যক্তি, গ্রামীণ নারীদের কাছ থেকে তিনি তথ্যভাণ্ডার সমৃদ্ধ করেছেন। চাঁদপুরের আঞ্চলিক ভাষা, লোককথা, গল্প, লোকাচার ও লোকবিশ্বাস নিয়ে যথার্থ মাঠসমীক্ষার কারণে বইটি বস্তুনিষ্ঠ ও তথ্য-সমৃদ্ধ হয়েছে।

আপাত দৃষ্টিতে চাঁদপুরের সংস্কৃতি লোককথা ও অন্যান্য গ্রন্থকে চাঁদপুরের আঞ্চলিক সাংস্কৃতিক অভিজ্ঞান মনে হবে। ব্যাপৃত ভাবনার নিরিখে এ বইটিকে বাংলাদেশের বৃহত্তর সাংস্কৃতিক বৈচিত্র্যকে উপস্থাপকও বলা যায়। তাই বাংলার সংস্কৃতি, লোকচিন্তা ও ঐতিহ্যের প্রতি আগ্রহীদের জন্যে বইটি অপরিহার্য একটি সংগ্রহ হতে পারে।

বইটির লেখক কাদের পলাশ বলেন, চাঁদপুরের সংস্কৃতি নিয়ে খুব বেশে কাজ হয়নি। আমাদের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ ও লালন করতে আমার এ চেষ্টা। বিশ্বাস করি বইটি পাঠক মহলে সমাদৃত হবে।  

কাদের পলাশ একযুগ ধরে সাংবাদিকতার পাশাপাশি শিল্প সাহিত্য ও গবেষণায় অবাধ বিচরণ করে চলেছেন। উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক ‘সওগাত’ সম্পাদক মোহাম্মদ নাছিরউদ্দীনকে নিয়ে যৌথ সম্পাদনা গ্রন্থ ‘বিরুদ্ধ স্রোতের নাছিরউদ্দীন’ প্রকাশ করেছেন। চাঁদপুরের ইতিহাস ও সাংবাদিকতার ইতিহাস নিয়ে কাজ করেছেন কাদের পলাশ। ২০২৩ সালে প্রকাশ হয় ‘দেড়শ বছরের সাংবাদিকতা ও চাঁদপুর’, ২০২০ সালে প্রকাশ ‘বিস্মৃতির চাঁদপুর’। বইটির দ্বিতীয় সংস্করণের কাজ চলছে। এছাড়া কবিতা, গল্প ও উপন্যাসের বইও প্রকাশ হয়েছে বেশ কয়েকটি। প্রকাশ হয়েছে- কাব্যগ্রন্থ স্মৃতির স্লোগান, গল্পগ্রন্থ দীর্ঘশ্বাসের শব্দ, ইচ্ছেরা উড়ে গেছে আর উপন্যাস রোদে পোড়া পালিশ।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।