ঢাকা: ‘জন্মই আমার আজন্ম পাপ’- আপনি হয়তো এই পংক্তি কোথাও না কোথাও দেখে বা শুনে থাকবেন। এই পংক্তি যার হাতে লেখা হয়েছিল, সেই দাউদ হায়দার নির্বাসিত কবি হিসেবেই পরিচিত ছিলেন।
সত্তরের দশকের শুরুর দিকে দাউদ হায়দার দৈনিক সংবাদের সাহিত্য পাতার সম্পাদক ছিলেন। তার নির্বাসনের জীবনে যাওয়ার রয়েছে এক করুণ ইতিহাস। ১৯৭৪ সালের ২৪ ফেব্রুয়ারি দৈনিক সংবাদে তার কবিতা ‘কালো সূর্যের কালো জ্যোৎস্নায় কালো বন্যায়’ প্রকাশিত হলে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে’ তার বিরূদ্ধে মামলা হয়।
তখন কবির বিরুদ্ধে শুরু হয় আন্দোলন। ওই বছরেরই ১১ মার্চ তাকে আটক করে পুলিশ। এরপর অবশ্য ২০ মে তিনি মুক্তি পান। কিন্তু তৎকালীন সরকার তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়। মুক্তির পরদিন অর্থাৎ ২১ মে সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে রীতিমতো খালি হাতেই কলকাতায় পাঠানো হয়।
কবি লিখেছিলেন, সে সময় তার কাছে ছিল মাত্র ৬০ পয়সা, কাঁধে ঝোলানো একটি ব্যাগে ছিল কবিতার বই, দুজোড়া শার্ট, প্যান্ট, স্লিপার আর টুথব্রাশ। তার কোনো উপায় ছিল না। মৌলবাদীরা তাকে মেরেই ফেলত। সরকারও হয়তো তার মৃত্যু কামনা করছিল ।
দেশ থেকে বহিস্কারের পর দাউদ হায়দার ১৩ বছর কলকাতায় ছিলেন। পরে জার্মানির নোবেল বিজয়ী সাহিত্যিক গুন্টার গ্রাসের সহযোগিতায় ১৯৮৬ সালের ২২ জুলাই জার্মানি চলে যান। তখন থেকেই তিনি জার্মানির বার্লিন শহরে বসবাস করে আসছিলেন। মাঝে মধ্যে কলকাতায় যেতেন।
বাংলাদেশের স্বাধীনতার পর দাউদ হায়দারই প্রথম লেখক, যাকে লেখালেখির কারণে নির্বাসনে যেতে হয়। ৫০ বছরেরও বেশি সময় ধরে কবি দাউদ হায়দার নির্বাসনে ছিলেন। এই সময়ে তার আর মাতৃভূমির বাতাসে নিঃশ্বাস নেওয়া হয়নি। দেশের কোনো সরকার তাকে বাংলাদেশে ফেরানোর কোনো উদ্যোগই নেয়নি।
সবশেষ শনিবার স্থানীয় সময় রাতে জার্মানির বার্লিনে শ্যোনেবের্গ ক্লিনিকে মারা যান নির্বাসিত কবি দাউদ হায়দার। ১৯৫২ সালে পাবনার দোহারপাড়া গ্রামে তিনি জন্মেছিলেন।
‘জন্মই আমার আজন্ম পাপ’, ‘সম্পন্ন মানুষ নই’, ‘নারকীয় ভূবনের কবিতা’, ‘যে দেশে সবাই অন্ধ’, ‘ধূসর গোধূলি ধূলিময়’, ‘আমি ভালো আছি, তুমি?’- দাউদ হায়দারের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।
তার প্রকাশিত বইয়ের মধ্যে আরও রয়েছে-‘নির্বাসিত’, ‘সংগস অব ডেস্পায়ার’, ‘এই শাওনে এই পরবাসে’, ‘বানিশম্যান্ট’, ‘আমি পুড়েছি জ্বালা ও আগুনে’, ‘এলোন ইন ডার্কনেস অ্যান্ড আদার পোয়েমস’, ‘হোল্ডিং অ্যান আফটারনুন অ্যান্ড আ লিথ্যাল ফায়ার আর্ম’, ‘অবসিডিয়ান’।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
আরএইচ
Rakib