ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

শিল্প-সাহিত্য

কবি আবদুল হাই শিকদারের ৫৯তম জন্মদিন বৃহস্পতিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, ডিসেম্বর ৩১, ২০১৪
কবি আবদুল হাই শিকদারের ৫৯তম জন্মদিন বৃহস্পতিবার

ঢাকা: বিশিষ্ট কবি, সাংবাদিক, নজরুল গবেষক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি (ডিইউজে) কবি আবদুল হাই শিকদারের ৫৯তম জন্মদিন বৃহস্পতিবার (০১ জানুয়ারি)।

১৯৫৭ সালের এই দিনে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামরী উপজেলার দুধকুমার নদীর তীরে গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন কবি আবদুল হাই শিকদার।



বাবা কৃষিবিদ ওয়াজেদ আলী এবং মা হালিমা খাতুন দুজনই ছিলেন মজলুম জননেতা মওলানা ভাসানীর ছাত্র।

কবিতা, কলাম, গল্প, শিশুসাহিত্য, গবেষণা, সম্পাদনাসহ সাহিত্যের সব শাখাতেই অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা শতাধিক।

৫৯তম জন্মদিবস উপলক্ষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) ‘পুবের হাওয়া বাংলাদেশ’র উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এরমধ্যে থাকছে বিকেল ৩টা থেকে কবিতা আবৃত্তি, আলোচনা ও নিবেদিত কবিতা পাঠের আসর।

অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কবি আল মাহমুদ।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।