ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

একুশে বই মেলায় মন্ত্রী ওবায়দুল কাদেরের দুটি বই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
একুশে বই মেলায় মন্ত্রী ওবায়দুল কাদেরের দুটি বই

ঢাকা: আসন্ন একুশে বইমেলা-২০১৫-তে পাওয়া যাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দুটি বই।

প্রকাশিতব্য বই দুটির একটি হলো আত্মজীবনী ‘জীবনস্মৃতি: সব মনে নেই’ ও অপরটি উপন্যাস- ‘গাঙচিল’।

বই দুটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ ও প্রকাশ করছে প্রকাশনা সংস্থা- সময়।

সময় প্রকাশনের স্বত্ত্বাধিকারী ও প্রকাশক ফরিদ আহমেদ জানান, ওবায়দুল কাদেরের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘জীবনস্মৃতি: সব মনে নেই’  মূলত পূর্ব প্রকাশিত ‘কারাগারে লেখা- ‘অনুস্মৃতি: যে কথা বলা হয়নি’  গ্রন্থের সংশোধিত, পরিমার্জিত ও বর্ধিত সংস্করণ।

বইটিতে নতুন সংযোজিত অংশে লেখক তার মন্ত্রীত্বে থাকা তিনবছরের স্মৃতি ও কর্মময় দিনগুলি তুলে ধরেছেন।

প্রকাশক বলেন, লেখক ওবায়দুল কাদেরের প্রথম উপন্যাস প্রকাশ করছি আমরা। নোয়াখালীর প্রত্যন্ত চর-অঞ্চলের ভাষা ও সংস্কৃতির ভেতর লেখক সমাজঘনিষ্ঠ প্রেমের উপন্যাস ‘গাঙচিল’ রচনা করেছেন।

আশা করছি, মেলার প্রথম থেকেই বইটি আমাদের স্টলে পাওয়া যাবে। বই দুটি এবারের মেলায় তুমুল সাড়া ফেলবে বলে মনে করছি।

রাজনীতির পাশাপাশি অনেকদিন ধরেই ওবায়দুল কাদের বিভিন্ন পত্রপত্রিকায় কলাম ও রাজনৈতিক প্রবন্ধ লিখে আসছেন। তার প্রকাশিত অন্যান্য গ্রন্থগুলো হলো- ‘মেঘে মেঘে অনেক বেলা’, ‘এই বিজয়ের মুকুট কোথায়’, ‘তিন সমুদ্রের দেশে’, ‘বাংলাদেশের হৃদয় হতে’, ’পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু’, ‘রচনাসমগ্র ও নির্বাচিত কলাম’।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad