ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

শিল্প-সাহিত্য

বই মেলায় হাবীব ইমনের নতুন বই ‘লেখা-অলেখা’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৭, জানুয়ারি ২৯, ২০১৫
বই মেলায় হাবীব ইমনের নতুন বই ‘লেখা-অলেখা’

ঢাকা: তরুণ কলাম লেখক হাবীব ইমনের নতুন বই ‘লেখা-অলেখা’ প্রকাশিত হচ্ছে এবারের অমর একুশে গ্রন্থমেলায়। বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স।

এর প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।  

রোববার (০১ ফেব্রুয়ারি) থেকে মেলার ৮১ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি।

বইটিতে মিলবে বাংলাদেশের রাজনৈতিক সংকট, অর্থনৈতিক নানা টানা-পোড়নের উৎস খোঁজার চেষ্টা। গত কয়েক বছরে সংগঠিত বিভিন্ন ঘটনার প্রতি দৃষ্টিপাত করেছেন লেখক হাবীব ইমন। দেশের রাজনীতিতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বিশ্লেষণ উঠে এসেছে তার লেখায়।

মুক্তিযুদ্ধের আকাঙ্খা পূরণে রাজনৈতিক ব্যর্থতা ও এর ফলাফল বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি উত্তরণের উপায় নিয়েও আলোকপাত করেছেন লেখক। সেই সব ভাবনার সমষ্টি গ্রন্থিত হয়েছে ‘লেখা-অলেখা’ বইয়ে। যে লেখাগুলো আগে বাংলানিউজ এবং অন্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।