ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

মেলায় আসছে মেহেদী উল্লাহর গল্পগ্রন্থ ‘রিসতা’

অমর একুশে গ্রন্থমেলা ২০১৫ / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
মেলায় আসছে মেহেদী উল্লাহর গল্পগ্রন্থ ‘রিসতা’

অমর একুশে গ্রন্থমেলায় আসছে মেহেদী উল্লাহর নতুন গল্পগ্রন্থ ‘রিসতা’। বইটি প্রকাশ করেছে শুদ্ধস্বর।

প্রচ্ছদ করেছেন খেয়া মেজবা।

এই সময়ের সম্পর্কগুলোর ভেতর অবগাহন করে গল্পকার মেহেদী উল্লাহ নতুনভাবে চোখ ফেলে নিরীক্ষা করেছেন। দেখেছেন সম্পর্কের স্রোত কত দিকে কত বিচিত্ররূপে ধাবিত হয়। ফলে বইটিতে নাগরিক মধ্যবিত্তের বদলে যাওয়া রিসতা বা সম্পর্কের ভিন্ন আখ্যান খুঁজে পাবেন পাঠক।

রিসতার গল্পের বিষয় নিয়ে মেহেদী উল্লাহ যেমন বলেন, ‘আমার গল্পগুলোতে এই সময়ের বদলে যাওয়া সম্পর্কের কথাই বলা হয়েছে ঢাক-ঢোল পিটিয়ে। আমি মনে করি, বইখানা এই বইমেলায় প্রকাশিত না হলেও বাংলা সাহিত্যের কিছু এমন ক্ষতি হত না, তবে রিসতা প্রকাশ করতে যে ধাঁচের গল্প লাগত, তা যেহেতু লিখে ফেলেছি ফলে ট্রাংকে ফেলে রেখে কী লাভ! মূলত রিসতা নাগরিক মধ্যবিত্তের বদলে যাওয়া রিসতা। ’

মেহেদী আশা প্রকাশ করেছেন, ১৩টি গল্পের এই বই চলতি সপ্তাহেই পাঠকের হাতে পৌঁছে যাবে। মেলায় শুদ্ধস্বরের ১৭৪, ১৭৫, ১৭৬ নং স্টলে পাওয়া যাবে বইটি।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।