মধ্যপথ
ময়দার ঠোঙ্গায় মুখ রাখলেই
আমার আঙ্গুল থেকে গড়িয়ে পড়ে না
অপেক্ষা :
পানির গেলাস ফেটে রক্ত পড়ে
চৌরাস্তা অন্ধকারে।
ভয়হীন কামশেকড় রাত্রিকে পান করে
ভাষারা ভক্ষণ করে নীরবতার দাঁত
তবুও
তন্দ্রালু ব্যাঙের মতো আমার
অপেক্ষা ঝিঁমোয় না,
প্রতীক্ষা করে
ঐশীঅদ্রি
বাবার শাদা চোখের হাঁসেরা হেঁটে বেড়ায়,
দীর্ঘ বারান্দায় গুচ্ছ গুচ্ছ শ্বেত ফুলে মা হিম,
ধর্ম রহস্যের বিস্ফোরণে
আগুন নীড়
ঈশ্বরও বাদামী চুলে হেঁটে যায় উল্টো পথে
কুপির আলোয় বেগুনি রংয়ের কাঁটা মাড়াই
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
শিল্প-সাহিত্য
জোড়া কবিতা | আঁখি সিদ্দিকা
কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।