ঢাকা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম মহাপ্রয়াণ দিবসে বাংলা একাডেমি একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিকেল ৪টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
বাংলা একাডেমি থেকে জানানো হয়েছে, ‘যুদ্ধ ও বিশ্বশান্তি প্রসঙ্গে রবীন্দ্রভাবনা’ শীর্ষক একক বক্তৃতা দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বেগম আকতার কামাল।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে থাকবে আবৃত্তি ও রবীন্দ্রসংগীত পরিবেশনা।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫
এসএ/আইএ