আগামী ১৮ আগস্ট মঙ্গলবার বিশিষ্ট নাট্যকার সেলিম আল দীনের ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা থিয়েটার আয়োজন করছে চারদিনব্যাপী সেলিম আল দীন জন্মোৎসব। শ্রদ্ধাঞ্জলি অর্পণ, স্মারক বক্তৃতা, পদক প্রদান ও নাটক মঞ্চায়নের মধ্যদিয়ে সেলিম আল দীনকে স্মরণ করবে নাট্য সংগঠনটি।
১৮ আগস্ট সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে জন্মোৎসব শুরু হবে।
১৯ আগস্ট বুধবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে সেলিম আল দীন রচিত নাটক ‘পুতুল তোমার জনম কীরূপ’। ২০ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় একই স্থানে মঞ্চস্থ হবে নাটক ‘স্বর্ণবোয়াল’।
২১ আগস্ট শুক্রবার বিকাল ৪টায় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে সেলিম আল দীন স্মারক বক্তৃতা। বক্তৃতার বিষয়—‘দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব ও শিল্পসৃজন বিষয়ক অপরাপর মতবাদ’।
এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় সেলিম আল দীন পদক ১৪২২ প্রদান করা হবে। সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটক ‘নিমজ্জন’। স্মারক বক্তৃতা ও পদকপ্রদান অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত হলেও নাটকগুলো দেখতে হবে দর্শনীর বিনিময়ে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫