গত ৪ অক্টোবর কানাডার টরন্টোতে শিল্পী সৈয়দ ইকবালের ১৭তম একক চিত্রপ্রদর্শনীর উদ্বোধন হয়। টরন্টো স্কারব্রোয় সিডার রিজড গ্যালারিতে টরন্টোর ‘সাউথ এশিয়ান গ্যালারি অব আর্ট’ এই প্রদর্শনীর আয়োজন করে।
একই গ্যালারিতে ইকবাল ২০০৯ সালে তাঁর ১২তম একক প্রদর্শনী ‘নো পেইন-নো গেইন’ করেছিলেন।
এবারের প্রদর্শনীর প্রধান অতিথি ছিলেন ওয়েস্টার্ন ইউনিভার্সিটি অব লন্ডন ওন্টারিও’র প্রেসিডেন্ট ও ভাইস চেন্সেলার ড. অমিত চাকমা। বিশেষ সন্মানিত অতিথিদের মধ্যে ছিলেন শিল্পী সৈয়দ জাহাঙ্গীর, কবি আসাদ চৌধুরী, সাউথ এশিয়ান গ্যালারি অব আর্ট টরন্টোর প্রধান আলী আদিল খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় ড. অমিত চাকমা বলেন, আমি শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার মানুষ শিল্পকলা বুঝি কম তবে ইকবালের ছবি ভালো লাগে—অবুঝকেও কাছে টানার ক্ষমতা রাখে।
আদিল আলী খান, আসমা আরশাদ মাহমুদ ও আনু ভিত্তাল ইকবালের ছবির নানা দিক নিয়ে আলোচনা করেন। আলোচনার একটা বিষয় ছিল ইকবালের ছবির নিজস্ব স্টাইল। দেখলে চেনা যায় সৈয়দ ইকবালের ছবি, যা একজন শিল্পীর জন্যে বড় পাওয়া।
সিডার রিজড গ্যালারিতে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এ প্রদর্শনী চলবে।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫