ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়াতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৭, জানুয়ারি ১৫, ২০১৬
‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়াতে হবে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুনতাসির মামুন বলেছেন, এদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানো হয় না। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসও পড়ানো দরকার।

কারণ মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের কোনো বিকল্প নেই।

রাজশাহী কলেজ চত্বরে শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে দুই দিনব্যাপী ইতিহাসের বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।

বাংলাদেশ ইতিহাস সম্মিলনী মহানগর শাখা এ মেলার আয়োজন করে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে সারাদেশে অসংখ্য গণহত্যার ঘটনা রয়েছে। অনেকেই সে সম্পর্কে জানেন না। সে সব ঘটনা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. আনারুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষক কর্মচারী ঐক্য ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান ও প্রকৌশলী তাজুল ইসলাম।

প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বইমেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।