ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

একুশ মানে পিঠ চাপড়ে বলা

মনোয়ার রুবেল, কন্ট্রিবিউটিং এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
একুশ মানে পিঠ চাপড়ে বলা

একুশ মানে রক্ত আগুন
বীর বাঙালির প্রতিবাদী
বজ্র মুঠি শক্ত।
একুশ মানে মিছিল স্লোগান
কাঠফাটা রোদ রাজপথে ঐ
৭১’র স্বাধীনবাংলা ভক্ত।



একুশ মানে হও আগুয়ান টগবগে দল
পিছপা বিহীন
তরুণ জোয়ান।
একুশ মানে- সইব না আর
কইব না ক্যান
তুই রাজাকার
দুঃসময়ের ছ’ ফুট ছাতি
চওড়া বুকে চাপড়ে বলা বীর পালোয়ান।

একুশ মানে বুক ফুলিয়ে বোতাম খুলে
নাহি কুচ পরোয়া
ঢাকা শহর
দাবড়ে চলা।
একুশ মানে- আমি আছি, ভয় কোরো না
আপন কেউ ছাতার মতো ছায়া ফেলে
পিঠ চাপড়ে বলা।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।