ঢাকা: শিল্পকলার চিত্রশালায় ‘বাংলার শাড়ি বাঙালির শাড়ি’র প্রদর্শনীর সময় বাড়লো ৯ এপ্রিল পর্যন্ত।
শিল্পী কিবরিয়ার ‘বাংলার শাড়ি বাঙালির শাড়ি’র একক প্রদর্শনী শুরু হয় পহেলা এপ্রিল।
শিল্পী কিবরিয়া জানান, দর্শকদের বিশেষ অনুরোধে প্রদর্শনীর মেয়াদ আরো চারদিন বাড়ানোর ব্যবস্থা করা হলো। প্রদর্শনী চলবে আগামী ৯ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
সোমবার (৪ এপ্রিল) প্রদর্শনীর চতুর্থ দিনেও দেখা গেছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালার ৩ নম্বর গ্যালারিতে দর্শনার্থীদের জমজমাট ভিড়। এই ক’দিনে জমে উঠেছে ‘বাংলার শাড়ি বাঙালির শাড়ি’র এই প্রদর্শনী।
প্রদর্শনীতে প্রতিটি শাড়ির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬শ’ টাকা থেকে ৩১শ’ টাকার মধ্যে।
গত পহেলা এপ্রিল মোমবাতি জ্বালিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত শিল্পী কিবরিয়ার এই ব্যতিক্রম শাড়ি প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি।
স্বাগত বক্তৃতা করেন শিল্পী কিবরিয়া। অনুষ্ঠান সঞ্চালন করেন সাংবাদিক তানভীর আলাদিন।
পরে ইকবাল সোবহান চৌধুরী ঘুরে ঘুরে প্রদর্শনীতে থাকা এক হাজার ডিজাইনের এক হাজারটি শাড়ি দেখে শিল্পী কিবরিয়ার রুচিশীল কাজের প্রশংসা করেন এবং বলেন, এটি গতানুগতিক ধারার বাইরে একটি ব্যতিক্রম কাজ।
উদ্বোধন অনুষ্ঠানের পরে ‘বাংলার শাড়ি বাঙালির শাড়ি’ প্রদর্শনীর পরিদর্শনে আসেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনিও প্রদর্শনীর শাড়িগুলো দেখে শিল্পী কিবরিয়ার প্রশংসা করেন।
বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
এসকেএস/এটি