মোক্ষ-২১
প্রতিনিয়ত কালো ঘোড়া ছুটে যায় দিগন্তব্যাপী। খুরের আঘাতে সেকেন্ডের নুড়ি দূরে ছিটকে পড়ে দূরে।
হাওয়ায় মিশে যায় দিন আর রাত্রি।
কালো আলখেল্লায় ঢাকা জীবন উপেক্ষাকারী সওয়ারী। অনিশ্চিত ঘন কুয়াশার ভিতর হারায় পথ।
বাঁক বদল হয়ে সওয়ারী অন্য পথে ছোটে।
ধূসর ধূলার আস্তরে ঢেকে যায় পথ। পিছনের স্মৃতি আড়াল হয়ে যায় সেই ধুলায়।
পিছনে ফিরে তাকালে ধূলা ছাড়া কিছুই চোখে পড়ে না।
বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
এসএনএস