ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

পতিসরে রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মে ৮, ২০১৬
পতিসরে রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব শুরু ছবি-বাংলানিউজটোয়েন্টিফার.কম

নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে কাচারিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে জন্মজয়ন্তী উৎসব।

রোববার (০৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন।

পরে দেবেন্দ্র মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম, পশ্চিমবঙ্গের কবি ও প্রাবন্ধিক জ্যোতিন্দ্রনাথ ভাদুড়ী, রবীন্দ্র গবেষক অধ্যাপক ড. আশরাফুল ইসলাম, নওগাঁর জেলা প্রশাসক আমিনুর রহমান ও পুলিশ সুপার মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

তিন দিনের উৎসবের প্রথমদিনে কবির কর্মময় জীবনের ওপর  আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ০৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।