ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

কবিতা

সন্তরণ | শুভাশিস সিনহা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
সন্তরণ | শুভাশিস সিনহা

সন্তরণ
ভেবেছি ঘাটের কাছে আছি
ততক্ষণে অতল ছুঁয়েছে এই দেহ
শ্যাওলা পিছল দূরভাসন জীবন,
নিও সন্তর্পণে জন্মসন্ধি তিথির জঠরে
তখন হয়তো ভেবে উঠব, বেঁচেছি
শাদা এক ধোঁয়া-ওঠা লোকালয়
মানুষের ছায়াগুলো
দেহের ভিতর থেকে উড়ে গিয়ে ভাসছে হাওয়ায়,
কোনো ঘাট নাই
জল বড়ো সাঁড়াশি তখন
মৎস্য পিঠে মারছে চাবুক...

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।