ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

মুনীর চৌধুরী ও সেলিম আল দীন স্মরণে নাট্যপ্রদর্শনী 

নাট্যকলা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
মুনীর চৌধুরী ও সেলিম আল দীন স্মরণে নাট্যপ্রদর্শনী 

মুনীর চৌধুরী ও সেলিম আল দীন স্মরণে যৌথভাবে নাট্যপ্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এবং বাংলাদেশের ৫টি নাট্যশিক্ষা প্রতিষ্ঠান। 

মুনীর চৌধুরী ও সেলিম আল দীন স্মরণে যৌথভাবে নাট্যপ্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এবং বাংলাদেশের ৫টি নাট্যশিক্ষা প্রতিষ্ঠান।  

এ দুই নাট্যজনের ৫টি প্রযোজনা আগামী ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে।

এ উপলক্ষে রোববার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  

অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেরদৌসী মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লাকী ইনাম, সারা যাকের, শিমুল ইউসুফ ও রোকেয়া রফিক বেবী এবং স্বাগত বক্তব্য রাখবেন মো. বদরুল আনম ভূঁইয়া।

উদ্বোধনী আলোচনা শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চস্থ হবে আনন জামান নির্দেশিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরিবেশনায় নাট্যকার মুনীর চৌধুরী নাটক ‘কবর’।

পরবর্তী নাটকগুলো একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে। ১৪ নভেম্বর আব্দুল হালিম প্রামাণিক নির্দেশিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ পরিবেশিত ‘বংশধর’, ১৫ নভেম্বর কাজী তৌফিকুল ইসলাম নির্দেশিত প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন পরিবেশিত সেলিম আল দীনের ‘মুনতাসীর ফ্যান্টাসী’, ১৬ নভেম্বর কৌশিক সরকার নির্দেশিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ পরিবেশিত মুনীর চৌধুরীর নাটক ‘মিলিটারি’ এবং ১৬ নভেম্বর শেকানুল ইসলাম শাহী নির্দেশিত আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল পরিবেশিত নাটক ‘বংশধর’।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।