ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

কুষ্টিয়ায় মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
কুষ্টিয়ায় মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উদযাপন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কুষ্টিয়ায় মীর মশাররফ হোসেনের ১৬৯তম জন্মবাষিকী উদযাপিত হয়েছে।

কুষ্টিয়া: আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কুষ্টিয়ায় মীর মশাররফ হোসেনের ১৬৯তম জন্মবাষিকী উদযাপিত হয়েছে।

রোববার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মীর মশাররফ হোসেনের সাহিত্য কর্মের ওপর আলোচনা করেন বক্ত‍ারা।

কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আবদুর রউফ।

অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী।

আরো বক্তব্য রাখেন, জেলার পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহসভাপতি হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কবি বাবলু জোয়ারদার, কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মান্নান খান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, কলামিস্ট শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার, চাঁপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হাসান রিন্টু প্রমুখ।

এদিকে, কুমারখালী উপজেলার লাহিনীপাড়ায় লেখকের বাস্তুভিটায় রোববার ও সোমবার দুই দিনব্যাপী জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।