ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

তারেক মাসুদের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা-কবিতা পাঠ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
তারেক মাসুদের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা-কবিতা পাঠ

দেশবরেণ্য চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (০২ ডিসেম্বর) ফরিদপুরের ভাঙ্গায় এক ‘চলচ্চিত্র বিষয়ক আলোচনা ও কবিতা পাঠ-২০১৬’র আয়োজন করা হয়েছে। 

দেশবরেণ্য চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (০২ ডিসেম্বর) ফরিদপুরের ভাঙ্গায় এক ‘চলচ্চিত্র বিষয়ক আলোচনা ও কবিতা পাঠ-২০১৬’র আয়োজন করা হয়েছে।  

বাংলা ভাষার পত্রিকা ‘মাদুলি’ এর আয়োজন করছে।

ভাঙ্গা উপজেলা অডিটরিয়ামে এটি অনুষ্ঠিত হবে।  

ওইদিন দুপুর ২টা থেকে তারেক মাসুদের চলচ্চিত্র ও তার জীবনের নানা দিক নিয়ে আলোচনার মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হবে। এরপর দ্বিতীয় পর্বে সারাদেশ থেকে আগত কবি-সাহিত্যিকদের কবিতাপাঠ ও আড্ডা চলবে রাত পর্যন্ত। অনুষ্ঠানের উদ্ভোধন করবেন তারেক মাসুদের মা নুরুন নাহার মাসুদ।

১৯৫৬ সালের ০৬ ডিসেম্বর ভাঙ্গার নুরপুর গ্রামে জন্ম নেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ। ২০১১ সালের ১৩ আগস্ট এ সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

মাটির ময়না (২০০২) তার প্রথম ফিচার চলচ্চিত্র যার জন্য তিনি ২০০২ সালের কান চলচ্চিত্র উৎসবে ডিরেক্টর ফোর্টনাইটসহ বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন এবং এটি বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কারে মনোনীত হয়েছিল।

তার পরিচালিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সোনার বেড়ি (১৯৮৫) এবং সর্বশেষ ফিচার চলচ্চিত্র রানওয়ে মুক্তি পায় ২০১০ সালে। ২০১২ সালে তাকে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।